ষ্টাফ রিপোর্টারঃ ১৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় মল্লিকা রেস্তোরাঁর দোতালায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু প্রিয় গুনীজনদের সাথে কুশল বিনিময়, পটুয়াখালীর উন্নয়নে ভোটারদের কাছে প্রচার বিষয়ে আলোচনা ও কেক কেটে শেখ রাসেল এর জন্মদিন উদযাপন করা হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রফেসর মোঃ জাফর আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. শাহিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ এবং পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল খান সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। এজন্য সকল পেশাজীবীকে এগিয়ে আসতে হবে।
পরে কেক কেটে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়।