জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক বর্বর হামলা, নির্বিচারে নারী- পুরুষ, শিশুদেরকে হত্যার প্রতিবাদ এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের উদ্যোগে দশ সহাস্রাধিক মুসুল্লিদের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেক শত শত মুসুল্লি, হে আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা কর, ইসরাইলি পণ্য বর্জন কর, ইসরাইলি পণ্য বয়কট করাসহ অসহায় ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন শ্লোগান সহকারে বিক্ষোভ সমাবেশের নির্ধারিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দশ সহাস্রাধিক মুসুল্লিদের সমাগম ঘটে।
সেখানে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, উপদেষ্টা কলের পুকুরপাড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাস, নির্বাহী সদস্য চরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম, পুরাতন হাসপাতাল এলাকার বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন আজমী প্রমুখ।
সমাবেশে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজ পরিচালনা করেন সমাবেশের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে পিডিএসএ মাঠের উত্তর পাশে সড়কে শেষ হয়। বক্তারা ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে সরকারিভাবে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়ার জন্যও অনুরোধ করেন।