জেছমিন, পটুয়াখালীঃ শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালী এফ পি এ বি মিলনায়তনে ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ক্যাডেট একাডেমি মীরপুর-১০ শাখার পরিচালক ও প্রিজম (সাধারণ জ্ঞান) বইয়ের লেখক এক্স ক্যাডেট ফয়সাল আহম্মেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
একাডেমির উন্নতিকল্পে অনুষ্ঠানে অভিভাবকগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন এবং ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামতকে প্রাধান্য দিয়ে একাডেমি পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিকেল ৩ টায় ওরিয়েন্টেশন ক্লাস পরিচানা করেন ফিউচার ক্যাডেট একাডেমি, মীরপুর-১০ শাখার পরিচালক এক্স ক্যাডেট ফয়সাল আহমেদ সহ একাডেমির শিক্ষকবৃন্দ।