সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে ফিউচার ক্যাডেট একাডেমি, পটুয়াখালী শাখার আয়োজনে ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম এর সভাপতিত্বে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাইনুল হাসান, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, ফিউচার ক্যাডেট একাডেমির চেয়ারম্যান কাজী জামিন উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান ও ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আলী আকবর রুমেল।
পুরস্কৃত শিক্ষার্থীরা তাদের অর্জন নিয়ে উচ্ছ্বসিত হয়ে ভবিষ্যৎ সফলতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ছাত্র-ছাত্রীদের প্রতি অনুপ্রেরণা প্রদান করেন এবং তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে অবদান রাখার আহ্বান জানান এবং তারা এই ঊদ্যোগের জন্য ফিউচার ক্যাডেট একাডেমি, পটুয়াখালী শাখার ভূয়সী প্রশংসা করেন।
ফিউচার ক্যাডেট একাডেমী পটুয়াখালী শাখা ভবিষ্যতে এমন আরও মেধা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন একাডেমির কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ শফিকুল ইসলাম ও সামিয়া শফিক প্রভা। এ সময় মেধাক্রম অনুসারে ১০০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।