সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩ এবং ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ৪ জুন (মঙ্গলবার) বেলা ১২.৩০ এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে উত্তম পুরস্কার অর্জন করে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেনির শিক্ষার্থী ফাতিমা ইসলাম সুবাইতা।
সুবাইতার বাবা একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাতা আন্জুমান আরা রুনু চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক। ছোটবেলা থেকেই সুবাইতা একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তার ক্লাসমেইট ও শিক্ষকদের নিকট পরিচিত। সে এর আগেও বহু শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কৃত হন। সুবাইতা তার সফলতার জন্য তার মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।