1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

পিএসসির প্রশ্ন ফাঁসের সাথে জড়িত জাফরের ভয়ে মুখ খোলে না এলাকাবাসী

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পুলিশের হাতে গ্রেপ্তার পিএসসির উপপরিচালক মোঃ আবু জাফরের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। সেখানকার মানুষ তাঁকে পিএসসির প্রভাবশালী কর্মকর্তা বলেই জানত। সংবাদ সংগ্রহের জন্য তাঁর গ্রামে গেলে ভয়ে কেউ মুখ খুলতে চায়নি। সংবাদকর্মীদের দেখে যে যার মতো চলে যায়।

পিএসসির প্রশ্ন ফাঁসের সঙ্গে জাফরের জড়িত থাকার কথা এলাকার সবাই এখন জানে। যদিও গ্রামের বাড়িতে খুব একটা আসতেন না, তাই তাঁর সম্পর্কে এলাকাবাসী খুব বেশি কিছু জানে না। প্রশ্ন ফাঁসের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী অবাক হয়ে যায়।সরেজমিনে গিয়ে জানা গেছে, জাফর গ্রামের বাড়িতে ৩৯ শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন। প্রায় দুই বছর আগে বাড়ির কাজ শুরু হলেও শেষ হয়নি। বাড়ির পাশে একটি হাফেজি মাদরাসা থাকলেও সেটি বন্ধ করে সেখানে নুরানী শিক্ষা দেওয়া হচ্ছে। অপরদিকে একই ইউনিয়নের কল্যাণকলস গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। সেই বাড়িও তালাবদ্ধ পাওয়া যায়। দুই শ্যালকের একজন ইতালিপ্রবাসী, অপরজন বরিশালে থাকেন। জাফর প্রভাবশালী হলেও এলাকার তেমন কাউকে চাকরি দেননি বলে দাবি এলাকাবাসীর। তবে আপন ভাইয়ের তিন ছেলেকে চাকরি দিয়েছেন। তিনজনের মধ্যে একজনকে রাজউকে, একজনকে সুপ্রিম কোর্টে এবং অপরজনকে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি দেন।

কলাগাছিয়া গ্রামের মোঃ বরকত আলী খান বলেন, ‘আমরা তাঁকে ভদ্রলোক হিসেবেই জানতাম। তিনি এমন কাজের সঙ্গে যুক্ত তা আমরা জানতাম না। আমাদের ইউনিয়নে তাঁর বাবার বেশ সম্পত্তি ছিলো। কিন্তু নদীভাঙনে শেষ হয়ে গেছে। ছোটবেলা থেকে আবু জাফর খুলনায় পড়াশোনা করেছেন। এখন ঢাকায় চাকরি করেন। আবু জাফরের বাবার নাম তোফাজ্জেল হোসেন মিয়া। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।’ জসিম সিকদার নামের এক গ্রামবাসী বলেন, ‘আড়াই-তিন বছর আগে ৩৯ শতাংশ জমির ওপর ভবনের কাজ শুরু করছে। এহোনো শ্যাষ করতে পারে নাই।’

ওই গ্রামের খালেক সিকদার বলেন, ‘হেরা ভাইরা মিল্লা একটা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা চালু করছিলো। কিন্তু গত ঈদের এক সপ্তাহ আগে হেইয়া বন্ধ কইরা দেয়। এহন পাঁচ-সাতজন ছাত্র আছে, তারা নুরানি শিক্ষা নেয়। বাড়িতে তাঁর কোনো ঘর নাই। বাড়ি আসলে থাকেন তাঁর ভাই মাওলানা জাকির হোসেনের ঘরে।’

গতকাল রবিবার দুপুর ১২টায় তাঁর ঘর তালাবদ্ধ পাওয়া যায়। কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাইনুল সিকদার বলেন, ‘আবু জাফর এলাকায় খুব কম আসত। সে গ্রামে একটি বাড়ি নির্মাণ করছিল। আর তাদের আগের যেসব জমিজমা ছিল তা নদীতে ভেঙে গেছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট