জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আছমত আলী খান কর্তৃক প্রতিষ্ঠিত পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান পানজা বিড়ি লিমিটেড এর পরিচালনা পর্ষদ এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
বুধবার সন্ধ্যায় পানজা বিড়ি লিমিটেড এর সভাকক্ষে চেয়ারম্যান ও প্রোপাইটার অধ্যক্ষ মোঃ নুরেজ্জামান খানের সভাপতিত্বে এক অনাড়ম্বর পরিবেশে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন পানজা বিড়ি লিমিটেড এর পরিচালনা পর্ষদের নতুন কমিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান খান, পরিচালক (প্রশাসন) মোঃ মহিউদ্দিন খান, পরিচালক (অর্থ) আহম্মদ আলী খান জাবেদসহ ফ্যাক্টরীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।
উল্লেখ্য, পানজা বিড়ি লিমিটেডের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরজাহান বেগমের মৃত্যু হলে এ পদটি শুন্য হয় এবং গত ১৫ জুন সকল পরিচালকের সর্বসম্মতিক্রমে উক্ত নতুন কমিটি গঠিত হয়েছে বলে পানজা বিড়ি লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রোপাইটার অধ্যক্ষ মোঃ নুরেজ্জামান খান জানান।