জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পটুয়াখালী জেলা শাখার ( ২০২৪-২০২৭) তিন বছর মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবার) সকাল ১০ টায় এফপিএবি ভবনের আলমগীর কবির মিলনায়তনে এফপিএবি পটুয়াখালী জেলা শাখা সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোশতাক আহমেদ পিনু এর সভাপতিত্বে ও এফপিএবি’র কো-অর্ডিনেটর স্বপন শীলের উপস্থাপনায় সমিতির ৪৫ তম বার্ষিক সাধারণ সভা ও সমিতির নির্বাচন (২০২৪-২০২৭) অনুষ্ঠানে সমিতির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১২টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. মজিবুর রহমান টোটনকে সভাপতি, মিসেস মনোয়ারা মনিকে সহ-সভাপতি এবং মো. কামরুজ্জামান টিপু মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোশতাক আহমেদ পিনু।
এছাড়াও সমিতির ৯টি সদস্য পদের নাম ঘোষনা করা হয়। তারা হলেন মো. আলমগীর হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন, রওশন জাহান, আফসানা আক্তার সুইটি, মিসেস সুরাইয়া পারভীন, ফেরদৌসি হারুন হেপী, রাইসা আক্তার রিপা, নাসরিন আক্তার ও সাকিব রায়হান মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এফপিএবি পটুয়াখালী শাখার ডিও জহির মোহাম্মদ আব্দুর রউফসহ এফপিএবি’র শতাধিক আজীবন সদস্য- সদস্যাবৃন্দ। প্রকাশ, উক্ত প্রতিষ্ঠানে ৫১৩ জন আজীবন সদস্য রয়েছে বলে সমিতির কো-অর্ডিনেটর প্রোগ্রামার স্বপন শীল জানান।