মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: এই প্রথমবারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ থেকে নূতন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ। এর আগে বিভিন্ন অনুষদের শিক্ষকেরা এ দায়িত্ব পালন করতেন।
১১ জানুয়ারী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে এ দায়িত্ব দেন। শুক্রবার(১২ জানুয়ারী) দুপুরে সাউথ বিডি নিউজকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ভাইস-চ্যান্সেলর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে মুহাম্মদ আবু হানিফ বলেন, ১১ জানুয়ারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের নূতন পরিচালকের দায়িত্ব পেয়েছি। আগামীতে সবার সহযোগিতায় এগিয়ে যাব, ইনশাআল্লাহ। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, আমি তো এ বিভাগেরই লোক। এ বিভাগের মানোন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।
প্রসঙ্গত, শিক্ষকদের মধ্য থেকে সর্বশেষ সুজন কান্তি মালি এ বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন।