জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী সহকর্মীকে কু-প্রস্তাবসহ মানসিকভাবে হেনস্থা প্রদানকারী উপ-রেজিস্ট্রার মোঃ টমাস এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোসাঃ রোহানা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পবিপ্রবি’র নারী জুনিয়র অফিসার সহকর্মীকে কু-প্রস্তাব প্রদানকারী উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান টমাস পটুয়াখালী সদর উপজেলা বদরপুর নিবাসী এর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জরুরী তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় শাখাকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পবিপ্রবির ক্যাম্পাসের একাধিক জন বলেন, সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিচার না হওয়ায় ক্যাম্পাসে নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে ন্যাক্কারজনক অন্যায়ের অভিযোগ হলে তা তদন্ত করে উপযুক্ত শাস্তির বিধান বাস্তবায়ন না হলে অপকর্ম ঘটতেই থাকবে এবং প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়বে। অন্যায়কে নিয়ে কর্মকর্তাদের ওই কাজে উৎসাহিত করা যেন না হয়। এটা কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করা উচিত। নইলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে।
ঘটনার সত্যতা স্বীকার করে রেজিস্ট্রার (অ. দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু জানান, “শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। ভিসি মহোদয়ের সাথে আলাপ করেছি। তাঁর নির্দেশনা পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”