ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন অত্র কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রুবাইয়াত হক মেহেদী ও একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (০১ অক্টোবর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন।
এ ব্যপারে নবগঠিত কমিটির সভাপতি রুবাইয়াত হক মেহেদী বলেন, "মানুষের প্রয়োজন থেকে বিজ্ঞানের সৃষ্টি। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । বিজ্ঞান ক্লাবের মাধ্যমে নিজেদের বিজ্ঞানের অগ্রযাত্রায় মেলে ধরতে চাই।"
এ ব্যাপারে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন বলেন, "বিজ্ঞানকে মানুষের প্রয়োজনে কাজে লাগাতে গবেষণার প্রয়োজন। গবেষণার জন্য দরকার যথাযথ পরিবেশ ও সম্মিলিত কার্যক্রম। আগামী এক বছরের জন্য বিজ্ঞান ক্লাবের কমিটি দেয়া হলো। আশা করছি এরা বিজ্ঞানকে মানুষের সেবায় কাজে লাগাবে।"
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ তরিকুল ইসলাম ও মোঃ সিয়ামসহ মোট ৪০ জন সদস্য।