জালাল আহমেদ, পটুয়াখালীঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি, সাবেক ত্যাগী ছাত্রলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, স্বচ্ছ নির্লোভ ও সাদা মনের মানুষ মোঃ তসলিম সিকদার। তিনি আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডে তার মনোনশন দাখিল করেছেন। মোঃ তসলিম সিকদার পটুয়াখালী- ৩ আসনের গলাচিপা ও দশমিনা উপজেলার ভোটারসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন। আওয়ামীবলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তসলিম সিকদার।