বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১১৪ ভোট কেন্দ্রে ১লাখ ২৪ হাজার ২শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী জাতীয় পাটির প্রার্থী মহসিন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯শত ৫১ ভোট। রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৮ম বারের মতো জয়ের প্রতিক্রিয়ায় সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ বলেন, “আমি ৪৫ বছর যাবত আ’লীগের রাজনীতির সাথে জড়িত। এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগনের ভালোবাসায় অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। পরিবারের সাথে বেশী সময় না দিয়ে এলাকার মানুষের জন্য সময় বেশী দিয়ে আসছি। ঢাকায় জরুরী কাজ ছাড়া আমি এলাকার উন্নয়নের জন্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এলাকার জনগন ভালোবেসে নৌকার বিজয় সুনিশ্চিত করেছে। শেখ হাসিনার উন্নয়ন, জনগনের দোয়া ও ভালোবাসার এই জয়।”
আ.স.ম. ফিরোজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, “বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার বিজয় যেমন ছিনিয়ে আনা হয়েছে তেমনি সকলের দায়িত্ব হবে এলকায় শান্তিপূর্ণ সহঅবস্থান বজায় রাখা। কোন ধরনের উস্কানিতে যেন বিশূঙ্খলা সূষ্টি না হয় সেদিকে সকলের সর্তক থাকতে হবে।”