পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড.আতহার উদ্দিন মিলনায়তনে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এ্যাড. তারক চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ জগন্নাথ পাল। আরও বক্তব্য রাখেন দশমিনা শাখার সভাপতি এ্যাড. উত্তম কুমার কর্মকার, দুমকির সুকুমার দাস, বাউফলের বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস, সদর উপজেলার স্বপন চক্রবর্তী, মহিলা ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. বিভা রানী সাহা, সহকারী অধ্যাপক গৌতম দাস, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক প্রান্ত রায় সুভন, বৌদ্ধ বিহার সমিতির সাধারন সম্পাদক মংথান তালুকদার, সহকারী শিক্ষক নিরদ লাল বৈদ্য, সালমান গোমেজ, পুষ্পরানী সাহা, এ্যাড. বনলতা দাস, প্রকৌশলী সঞ্জয় সরকার প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর ৭২ -এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ও আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জোর দাবী করেছেন।