জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার মাধ্যমিক স্তরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।
বৃহষ্পতিবার (৬ জুন) রাত সাড়ে ১০টায় প্রধান শিক্ষকের কক্ষে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল, জুবিলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মো. আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. ইব্রাহিম খলিল, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আঃ জব্বার, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল, সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ ও সাবেক সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক বাবুল আকতারসহ শিক্ষকবৃন্দ।
দায়িত্ব গ্রহনের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দসহ শিক্ষকমন্ডলী।