জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল, সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ ও সাবেক সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনকে নানা আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৬ জুন) দুপুর ১২ টায় বিদ্যালয়ের মিলনায়তনে সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল, জুবিলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. ইব্রাহিম খলিল, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আঃ জব্বার।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবীর, মু. বাবুল আখতার ও সাঈদুল হক আজাদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেনীর শিক্ষার্থী জুবায়ের আহমেদ ও ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাহসিন আহমেদ কিয়ান প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে উক্ত বিদায়ী চার প্রধান শিক্ষককে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে বিদ্যালয়ের প্রধান গেটে নিয়ে গাড়ীতে করে হাত নাড়িয়ে বিদায় জানান।