জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার অন্যতম বৃহত্তম ক্রেডিট সমবায়ী সংগঠন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৮তম বার্ষিক সাধারণ সভা জাতীয় পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম।
সমিতির পরিচালক কীর্তিবাস চন্দ্র পাল (বিদ্যূৎ) এর সঞ্চালনায় এবং সভাপতি মো. বশির উদ্দীন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান জলিল, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউর হাকিম (বাবুল), সম্পাদক মো: সোহেল মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো: মেহেদি হাসান প্রমূখ। সভায় সমিতির প্রায় দেড় হাজার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে পটুয়াখালী সদর উপজেলায়র ডিবুয়াপুরে এ সমিতিটি গঠিত হয়। এ সমিতিতে ১৬৮৩ জন সদস্য রয়েছে। এর মধ্যে ৫৭০ জন মহিলা। ১০৫৯ জন সদস্যদের মাঝে ৩৬৯৭৯৯৬০০ টাকা বিনিয়োগ করা হয়েছে। আদায় হয়েছে ৩৩০৮৯০৫০ টাকা। বর্তমানে এ সমিতিতে সঞ্চয় আছে ৬৪ ১৯০০৮২ টাকা বলে বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সমিতির সম্পাদক মো. নাজমুল আহসান তার রিপোর্টে জানান।