জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ঘূর্নিঝড় রিমালের কারনে ২৯ মে’র স্থগিত হওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপের নির্বাচন ৯ জুন রবিবার অুনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ ধাপে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট গ্রহনের ২৪ ঘন্টা আগে শুক্রবার নির্বাচনী প্রচারনা শেষ করেন প্রতিদ্বন্দী প্রার্থীগণ।
৯ জুন পটুয়াখালী সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রের ৭০৩টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৯ জন হিজড়া ভোটারসহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন এবং মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।
পটুয়াখালী সদর উপজেলায় ৪ জন চেয়ারম্যন প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার (মোটর সাইকেল), সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা (কাপ-পিরিচ), জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান (আনারস) এবং সাবেক ছাত্র লীগ ও যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী হলেন – মো. হাসান সিকদার (মাইক), চিন্ময় বণিক (টিউবওয়েল), মোঃ ফারুক হোসাইন ফারুক মাস্টার (টিয়া পাখি), মোঃ সহিদুল ইসলাম (চশমা), মো. দেলোয়ার হোসেন দুলাল (বই ), মোঃ আনিচুর রহমান (উড়োজাহাজ), মোঃ সালাউদ্দিন হীরা (তালা) ও মো. কামরুল ইসলাম বাকি বিল্লাহ (পালকি)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি (হাস), মহিলা আওয়ামী লীগের কর্মী মোসাঃ নাসিমা আক্তার (ফুটবল), কামরুন নাহার শিমুল (প্রজাপতি) ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন (কলস)।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে একটি চতুর্মুখী লড়াই হবে বলে সচেতন ভোটাররা মনে করেন। কে হাসবে বিজয়ের হাসি তা এখনও সবার নিকট ধোঁয়াশা। তাই, ৯ জুন ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন সবাই।
রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার জানান, “নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা রক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।”