জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ঘূর্নিঝড় রিমালের কারনে স্থগিত ৯ জুন রবিবার অনুষ্ঠিত ভোটে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট তিন নেতাকে হারিয়ে বিজয়ের হাসি হাসলেন পদবঞ্চিত জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব।
৯ জুন (রবিবার) অুনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এছাড়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার পেয়েছেন ১৯,৫২১ ভোট ও অপর প্রতিদ্বন্দী কাপ-পিরিচ মার্কার প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯,২৬৭ ভোট।
এ নির্বাচনে ২,৯৫,১৪৬ ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসারও সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক রিপোর্টে জানা গেছে।