মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে সাধারণ কৃষকরা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষি কর্মকর্তার শ্বশুরবাড়ি পটুয়াখালী পৌরসভায় হওয়ায় তিনি সেখানকার আত্মীয়-স্বজনদের বিশেষ সুবিধা প্রদানে নিয়মিত চেষ্টা করছেন। ২০২৩ সালে যোগদানের পর থেকেই মো: মোস্তাফিজুর রহমান আর্থিক দুর্নীতিতে লিপ্ত। সাধারণ কৃষকদের বাদ দিয়ে তিনি তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের নামে সরকারি বরাদ্দ থেকে প্রণোদনা সুবিধা দিয়েছেন। একইসঙ্গে, তার পছন্দের আওয়ামী লীগপন্থী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে অনিয়ম করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, হাজী আহমেদ, মোঃ মন্নান, মোঃ জাহাঙ্গীরসহ আরও অনেকে।
মানববন্ধনে কৃষকরা জানান, সরকারি প্রণোদনা পাওয়ার জন্য অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। চলমান প্রণোদনার আওতায় মুগডাল, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখীসহ অন্যান্য ফসলের সুবিধা বিতরণেও অনিয়মের অভিযোগ করেন। কৃষকরা দ্রুত এই দুর্নীতি বন্ধ করে প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণের দাবি জানিয়েছেন।