পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় ঈদ-উল-ফিতর এর প্রধান জামাত অনুষ্ঠানের জন্য পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত। ধারনামতে এ ঈদ জামাতে একবারে দশ সহাস্রাধিক মুসুল্লি অংশগ্রহন করতে পারবেন বলে দ্বিতীয়বার নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান। প্রচন্ড রৌদ্র বা প্রচন্ড বৃষ্টি হলেও এখানে নিরাপদে জামাত অনুষ্ঠিত হতে পারবে বলে জানা গেছে। এখানে একটি এসিসহ ১০৫ টি সিলিং ও স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে। উপড়ের ছাউনি মজবুত করে ত্রিফল দেয়া হয়েছে। বৃষ্টি হলেও জামাত আদায় করা যাবে। ময়দান ছাড়াও ময়দানের সামনের সড়কে উত্তরে টিএন্ডটি এবং দক্ষিনে সরকারী কলেজ পর্যন্ত সড়কে উপড়ে সামিয়ানা টানানো হয়েছে, যাতে মুসুল্লিরা ঈদ নামাজ আদায় করতে পারেন। বৃহষ্পতিবার সকাল ৮ টায় এ ঈদ জামাত পরিচালনা করবেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলাবা মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদের।
জেলা সদরে অবস্থিত অন্যান্য ঈদগাহ ময়দান সমূহের মধ্যে ঈদের নামাজ হবে সকাল ৭.৪৫ মিনিটে জেলা মডেল মসজিদ মাঠে, চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ মাঠে ও লঞ্চঘাট মদিনা জামে মসজিদ মাঠে। সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সড়কস্থ বায়তুল আকসা জামে মসজিদ ও করভবন সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে। সকাল ৮.১৫ মিঃ বড় জামে মসজিদ, সকাল ৮.৪৫ মিঃ জেলা মডেল মসজিদে দ্বিতীয় জামাত মহিলা ও বাদপড়া মুসুল্লিদের জন্য। ২ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উক্ত সময়সূচী নির্ধারন করা হয়েছে।