জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন আজ ৩০ জুন রবিবার বিকাল ৪ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।
৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন ৯ জুন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার জানান।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগ নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক প্রার্থী মোসা. কামরুন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট। এ নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
১৯ জুন গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় উপজেলা পরিষদ আইন -১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন -২০১১ দ্বারা সংশোধিত ৯ ধারার ক্ষমতাবলে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করবেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী (অতিরিক্ত সচিব)।
উক্ত আইনের ধারা ১০ অনুযায়ী উল্লেখিত নির্বাচিতগণ হলফনামার মাধ্যমে শপথ গ্রহনের পূর্বে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরন দাখিল করার নির্দেশনা রয়েছে। উক্ত নির্বাচিত প্রার্থীদেরকে যথা সময় নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য বলেছেন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) দীপক ত্রিপুরা।
প্রকাশ, একই দিন একই সময় একই স্থানে গৌরনদী, আগৈলঝাড়া, তজুমদ্দিন, লালমোহন, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটা, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হবে।