1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

পটুয়াখালী মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা একাডেমিক শাটডাউন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

রবিবার (৯ মার্চ) সকাল থেকে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়েছে। একই সঙ্গে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের নিয়মিত কার্যক্রম থেকে বিরত রয়েছেন। সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করা হয়।

এই আন্দোলন কার্যকরভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ডা. ফাহমিদ হাসান লিয়ন, ডা. আশরাফুল, ডা. আনিকা তাহসিন এবং ডা. মৃধা মো. আবুল হাসান। আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মো. যাসমান শাহ, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. বায়েজিদ হাসান রাফি, ডা. সুমাইয়া সাইমা শর্মি এবং ডা. অনন্যা ইলমি। সদস্য সচিবের দায়িত্বে আছেন ডা. সাইমুম ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. ইয়াছির আরাফাত। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. ইমরুজ বিন ইসহাক, ডা. নাডিয়ো স্বর্ণা এবং ডা. স্বর্ণা মজুমদার। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জয়দেব প্রমুখ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট