জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভূমি উপ সহকারি কর্মকর্তা মরহুম গোলাম মাওলা মানিক এর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী সদর ভূমি অফিস প্রাঙ্গনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি ভূমি সহকারি কর্মকর্তা মো. শাহজাহান সিকদার এর সভাপতিত্বে ও ভূমি অফিসার্স কল্যান সমিতির সাধারণ সম্পাদক একেএম ফজলুল হকের সঞ্চালনায় দোয়া ও স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম।
স্মরন সভায় আরো বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) চন্দন কর, কলাপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এড. সোহরাব হোসেন, সাবেক সভাপতি দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, মরহুমের ভগ্নিপতি ও দশমিনা ভূমি সহকারী কর্মকর্তা মনিরুল ইসলাম, ভূমি কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন৷ মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা খানম আঁখি ও সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
স্মরন সভায় মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন একোয়ারস্টেড জামে মসজিদের খতিব মাওলানা মো. মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে মরহুম গোলাম মাওলার সহধর্মীনি ইসরাত জাহান শ্রাবনী, বড় বোন মোসাঃ কোহিনুর বেগম, ভগ্নিপতি পটুয়াখালী জজকোর্টের বেঞ্চ সহকারি মুনির সাঈদসহ পরিবারের সদস্যগণ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম গোলাম মাওলা মানিক কলাপাড়া উপজেলার নয়াকাটা তহসিল অফিসে ভূমি উপসহকারি পদে কর্মরত ছিলেন। ২৫ নভেম্বর কর্মস্থলে মোটর সাইকেলযোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। তিনি ভূমি সেবায় সততা ও নিষ্ঠার সাথে অসামান্য অবদান রেখে গেছেন বলে বক্তারা বলেন। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ, অভিজ্ঞ, সৎ ও নিষ্ঠাবান ভূমি কর্মকর্তাকে হারিয়েছে বলে প্রধান অতিথি মাসুদ উল আলম তার বক্তৃতায় উল্লেখ করেন।