ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ এক ঝাঁক তরুনের স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী ব্লাড এজেন্সি (পিবিএ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড.আত্হার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী ব্লাড এজেন্সি (পিবিএ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, “মুমুর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ ও মানবততার কাজ। এ মানবতার কাজে ও সেবার ব্রতিকে কোনভাবেই “ব্যাবসায়” পরিনত করা যাবে না। সংগঠনের সকল সদস্যকে সেবাধর্মী ও মানবিক হতে হবে। সেবার নামে রক্ত দিয়ে টাকা নেয়া যাবে না বা কোন প্রকার লেনদেন থেকে বিরত থেকে মানব সেবাকে আন্তরিকভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। ”
সংগঠনের সভাপতি মো. আসিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান, বদরপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. শিহাব উদ্দিন ও প্রভাষক মাওঃ মো. নেছার উদ্দিন প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠার গত এক বছরে ৭০ জন সদস্য বিভিন্ন রোগীকে ১৫০ ব্যাগ ব্লাড দিতে সক্ষম হয়েছে বলে সংগঠনের সভাপতি মোঃ আসিবুল ইসলাম জানিয়েছেন।