জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ উপকূলীয় এলাকায় শিক্ষার গুনগত মানোন্নয়নমূলক শিক্ষা বিস্তারে সদ্য প্রতিষ্ঠিত ফিউচার ক্যাডেট একাডেমী, পটুয়াখালী শাখার মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে ফিউচার ক্যাডেট একাডেমী পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম এর সভাপতিত্বে ও সহাকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সামিয়া শফিক প্রভার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাঈনুল হাসান, জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ, ফিউচার ক্যাডেট একাডেমী প্রধান কার্যালয়ের পরিচালক মো. আলী আকবর রুমেল। স্বাগত বক্তব্য রাখেন ফিউচার ক্যাডেট একাডেমী প্রধান কার্যালয়ের চেয়ারম্যান কাজী জামিল উদ্দিন আহমেদ।সদ্য প্রতিষ্ঠিত ফিউচার ক্যাডেট একাডেমী, পটুয়াখালী শাখার মেধা বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এ পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ন ১০০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।
প্রথম মেধা তালিকায় উত্তীর্ন পটুয়াখালী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাওয়াসিন মাহমুদ তায়েক তার ভাল ফলাফলে অনুভূতি প্রকাশের সময় সে একজন ডাক্তার হয়ে দরিদ্র মানুষের সেবা করার ইচ্ছা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়েছে। তার বাবা মো. রিয়াজ উদ্দিন ও মাতা তানিয়া বেগমও তাদের ছেলের জন্য দোয়া চেয়েছেন।