জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবের স্টাফ সাগর চন্দ্র দাস এর পিতা এক সময় নতুন বাজার এলাকার পাহারাদার নিতাই চন্দ্র দাস এর অন্তেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছ।
শনিবার দুপুরে পটুয়াখালী পৌরসভার মহাশ্মশানে তার অন্তেস্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মুখাগ্নি করেন স্বর্গীয় নিতাই চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিকবৃন্দ, সাগরের মা, দুই বোন, ভগ্নিপতিসহ স্বজনরা।
উল্লেখ্য, ১৫ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে লাউকাঠি আবাসনে তার বাডায় শ্বাসরোগ জনিত কারনে ইহলোক ত্যাগ করেন ( ওঁ দিব্যান লোকান স্ব-গচ্ছুতি)। মৃত্যিকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে আবাসন এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে সাগরের পিতার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।