জালাল আহমেদ, পটুয়াখালীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ তম রমজানে প্রেসক্লাবে প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে দেশের শান্তি ও অগ্রগতি কামনাসহ প্রেসক্লাবের যে সকল সদস্য ও স্বজনরা মৃত্যুবরন করেছেন তাদের রূহের মাগফেরাত এবং যে সকল সদস্য অসুস্থতায় আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর খান, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, প্রেসক্লাবের সদস্য দৈনিক পটুয়াখালী বার্তার সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি, প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন, কার্যকরী কমিটির সদস্য সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।