জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর ২০২৩- ২০২৪ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় প্রেসক্লাবে পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন -২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এর পক্ষে সহকারী প্রিসাইডিং অফিসার সদর ইউএনও অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাবুদ্দিন মুন্সি।
এ ঘোষিত তফসীলে রয়েছে ১৬ ও ১৭ ডিসেম্বর দুইদিন বিকাল ৫.৩০ টা হতে সন্ধ্য ৭.৩০ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়, ১৯ ডিসেম্বর বিকাল ৫.৩০ টা হতে ৭.৩০ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ২০ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ, ২১ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার (প্রত্যাহারের শেষ সময় ২১ ডিসেম্বর দুপুর ১২ টা) ও চূড়ান্ত তালিকা প্রকাশ। ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন পোলিং অফিসার সদর ইউএনও অফিসের সার্টিফিকেট পেসকার মো. উজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সহ- সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, মো. গোলাম কিবরিয়া, মো.জাকির হোসেন, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, প্রেসক্লাবের ট্রেজারার মো. আতিকুর রহমান, সদস্য আতিকুল আলম সোহেল, বিলাস দাস, মশিউর রহমান বাবলু, মো. মোখলেছুর রহমান, চিন্ময় কর্মকার, সঞ্জয় কুমার দাস লিটু, সৈয়দ হুমায়ুন কবির, মো. ইব্রাহিম খলিল সায়্যিদ, মো. শফিকুল ইসলাম সুমন, মো. আব্দুল কাইয়ুম, সহযোগী সদস্য নয়ন মৃধা, মো.শাহিন উদ্দিন, অপূর্ব সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।