জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদ-২০২৪ (কার্যকাল ২০২৫) নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৭ টায় পটুয়াখালী প্রেসক্লাবে পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম নুরুল আখতার নিলয় পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদ-২০২৪ ( কার্যকাল ২০২৫) গঠনের নির্বাচনী তফসিল ঘোষনা করেন।
এ ঘোষিত তফসিলে রয়েছে প্রেসক্লাবে চলতি মাসের ১২-১৩ ডিসেম্বর প্রেসক্লাবে প্রতিদিন সন্ধ্যা ৫.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়, ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৫.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২১ ডিসেম্বর দুপুর ১২ টা। ভোট গ্রহন ২২ ডিসেম্বর প্রেসক্লাবের দোতলায় সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উক্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহনের জন্য প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম নুরুল আখতার নিলয় ১ জন প্রিজাইডিং অফিসার ও ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছেন। নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ, সহকারি প্রিজাইডিং ২ জন হলেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. বেল্লাল হোসেন ও সার্টিফিকেট সহকারী মো. ফারুক হোসেন।