পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভার নির্মানাধীন নতুন আধুনিক পৌর কিচেন মার্কেট ভবন উদ্বোধন অনুষ্ঠান সোমবার রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়েছে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ জালাল খানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আসলাম হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ, বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদজ্জামান বাদল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর নিজামুল হক, কাউন্সিলর মো. শাহরিয়ার, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কবির সিকদার, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক হাওলাদার, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জব্বার ফকির প্রমুখ।
অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দুই শতাধিক ব্যবসায়ীদের হাতে স্টলের চুক্তিপত্র হস্তান্তর করেন মেয়র মহিউদ্দিনসহ অতিথিবৃন্দ।
এর আগে ফিতা কেটে পৌর কিচেন মার্কেট শুভ উদ্বোধন করেন উদ্বোধক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। এ সময় প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান হাফিজসহ পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলর ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।