পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌরসভার দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনহাজার পরিবার পেয়েছে পরিবারিক স্বাস্থ্যসেবা কার্ড। কার্ডধারী নগর মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ও নামমাত্র ফি পরিশোধ করে আধুনিক চিকিৎসা সেবা গ্রহনের সুযোগ পাবেন।
সোমবার সকালে পটুয়াখালী শহরের নবাব পাড়া এলাকায় স্থাপিত নগর মাতৃসদন কেন্দ্র ও পারবারিক স্বাস্থ্য কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দীন খান।
এসময় পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি ২য় পর্যায়ে প্রকল্পের আওতায় নগর মাতৃসদন কেন্দ্র টি স্থাপন করা হয়েছে।