জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে পরিকল্পিত বৃক্ষরোপন- বাসযোগ্য স্মার্ট নগরায়নের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
বুধবায় (১৯ জুন) বিকেল ৫ টায় সার্কিট হাউজ এর সামনের পুকুরের উত্তর পাড় এলাকায় একটি উন্নত জাতের আম গাছের চারা রোপন করে বাসযোগ্য স্মার্ট নগরায়নে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ। পরে ছাদ বাগানের জন্য ও বাড়ির আঙ্গিনার জন্য প্রতিজনকে পাঁচটি করে আম, পেয়ারা, আমড়া, লেবু ও কাঠাল গাছের সহাস্রাধিক চারা বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গাছবন্ধু খ্যাত যুবক নোমান মিঠুসহ পটুয়াখালী পৌরসভার স্টাফবৃন্দ। মাসব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হবে বলে মেয়র মহিউদ্দিন আহম্মেদ উপস্থিত সাংবাদিকদের জানান।