জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা শহরের ব্যস্ততম এলাকা নতুন বাজার এ্যাকোয়ার্ড স্টেটে ইংরেজী ১৯১৫, বাংলা ১৩২১ সালে তৎকালিন শ্রী রাজেশ্বর রায় চৌধুরী কর্তৃক স্থাপিত শ্রী শ্রী পাঁষানময়ী কালিমাতা মন্দিরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
মন্দিরের পুরোহিত নিটুল গাঙ্গুলী জানান, গত মঙ্গলবার রাতে মন্দিরের কলাপসিবল গেট ও ভিতরের আর একটি কলাপসিবল গেটের দুটি তালা ভেঙ্গে চোরদল মন্দিরের ভিতরে থাকা পিতলের তৈরী ১টি বিষ্ণু মূর্তি, ১টি পিতলের বড় থালা, ১টি তামার বড় থালা, ১টি বড় পিতলের পিলসুজ, ১টি পিতলের পষ্ণ প্রদীপ, ১টি পিতলের ঘন্টা, ১টি পিতলের গ্লাস, ১টি পিতলের কলস ও ১টি পিতলের কাসর নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা হবে বলে পুরোহিত নিটল গাঙ্গিলী জানান।
এ চুরি ঘটনায় এলাকায় চোর আতঙ্কে ভুগছে এলাকার ব্যবসায়ীসহ গৃহস্থের মানুষজন। এর মাত্র কয়েকদিন আগে উক্ত মন্দিরের ৫০ থেকে ৬০ গজ দূরে এ্যাকোয়ার্ড জামে মসজিদের সিন্ধুক ভেঙ্গে প্রচুর টাকা চুরি সংঘটিত হয়। এছাড়া মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদসহ অনেক মসজিদে চুরির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগন জানান।
পৌরসভার স্থাপিত সিসি ক্যামেরা সার্স করে চোরের দলের সদস্যদের চিহ্নত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।