জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ( ২৭ ফেব্রুয়ারী) দুপুরে পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ হুমায়ুন কবির মুন্সী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ দীন ইসলাম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (ননটেক) অনিল চন্দ্র কীর্তনীয়া, পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর ইন্সট্রাক্টর আবু বকর সিদ্দিক, মো. ইনজামুল হক, মো. আমিন হোসেন, সমীর রঞ্জন পাল, হাদিকুল ইসলাম, আবে হায়াত হাসান ও শেফায়েত হোসেনসহ অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ।