পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফনিভূষন রায় এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল- আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মো. জোবায়ের পিপিএম, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সরোয়ার হোসেন, সহ-সভাপতি মো. শাহ আলম, অতিরিক্ত মহাসচিব মোঃ রোকনুজ্জামান, অতিরিক্ত মহাসচিব মো. কামাল সিকদার, যুগ্ম-মহাসচিব মো. আবু কায়সার আজাদ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিন মিয়া, বরিশাল জেলা সমন্বয় পরিষদের সভাপতি মো. মানিক মৃধা।
সম্মেলনে দ্বিতীয় সেশনে উপস্থিত সকল সরকারী কর্মচারীদের সম্মতিক্রমে মোঃ রেজাউল করিমকে সভাপতি ও ফনিভূষন রায়কে সাধারণ সম্পাদক হিসেবে জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নতুন কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল-আজাদ।