মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পটুয়াখালী সদর থানার নবাগত ওসি মোঃ ইমতিয়াজ আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং আব্দুস ছালাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ।
এসময় তিনি বলেন, সাংবাদিক এবং পুলিশ একে অপরের সহায়ক। আমি চাই সাংবাদিক ভাইরা আমাদের তথ্য দিয়ে অপরাধ নির্মূলে সহযোগিতা করবে। সাংবাদিক হলেন সমাজের দর্পন, তারা সমাজের বাস্তব রূপ দেশ ও জনগণের কাছে তুলে ধরেন।
এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আরিফ, এস এ টেলিভিশন এর মোঃ জহিরুল ইসলাম, বাংলা ভিশন এর মোঃ শাহদাত হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোর এর এম. কে. রানা, স্বাধীন বাংলা টিভি এর মোঃ লোকমান হোসেন, আজকের পত্রিকার মীর মহিব্বুল্লাহ, ও দৈনিক লাখোকন্ঠের মোঃ মেহেদী হাসান (বাচ্চু) প্রমুখ।
এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।