জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আসছে ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির ৯টি পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. মুজিবুল হক বিশ্বাস রানা।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিনে উক্ত দুটি পদে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ননয়ন দাখিল না করায়, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেন অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন।