জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আসছে ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির ৯টি পদের সভাপতি, সহ-সভাপতি, দুটি সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি পদের নির্বাচনে বিএনপি পন্থী ও জামায়াত পন্থী প্রতিদ্বন্দী প্রার্থীদের নির্বাচনী লড়াই জমজমাট হচ্ছে।
এ আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন ও লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. মো.মুজিবুল হক বিশ্বাস রানা এর বিপরিতে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বাকি ৭টি পদের মধ্যে সভাপতি পদে লড়ছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. হুমায়ুন কবির(২) ও জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান, সহ-সভাপতি পদে বিএনপি পন্থী অ্যাড. মো. মিজানুর রহমান পিকু ও জামায়াত পন্থী অ্যাড. আলহাজ্ব মো. মজিবুর রহমান(৪), দুটি সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন জামায়াত পন্থী অ্যাড. মো. ওমর ফারুক, জামায়াত পন্থী অ্যাড. মো. আনোয়ার হোসাইন(৫), বিএনপি পন্থী অ্যাড. হুমায়ুন কবির(৬) ও বিএনপি পন্থী অ্যাড. মো. আশিকুর রহমান তুষার। ক্রীড়া ও সাংস্কৃতিক পদে জামায়াতের অ্যাড.মো. আবু সাঈদ খান ও বিএনপির অ্যাড. আরিফুর রহমান রিয়াজ, দুটি সদস্য পদে জামায়াতের অ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী, বিএনপির অ্যাড. মো. মহিউদ্দিন রোমান ও অ্যাড. মারিয়াম আহমেদ।
২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সমিতি ভবনের দোতলায় সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত আইনজীবী সমিতিতে ৫৬৭ জন সদস্য রয়েছেন।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মো. মোহসীন উদ্দীন-২। দুইজন সদস্য হয়েছেন অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ও অ্যড. আ.ত.ম. বদিউজ্জামান। উক্ত আইনজীবী সমিতিতে ৫৬৭ জন সদস্য রয়েছেন।