জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আসছে ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
জেলা আইনজীবী সমিতি পটুয়াখালীর গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মোহসীন উদ্দীন-২ কর্তৃক ৪ ফেব্রুয়ারী ঘোষিত তফসিল সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি পটুয়াখালীর যে সকল নিয়মিত বিজ্ঞ এ্যাডভোকেট ৩১.০১.২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত সমিতির যাবতীয় পাওনাদি পরিশোধ করেননি তাদেরকে আগামী ০৯.০২.২০২৫ খ্রিঃ তারিখ রবিবার বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় ভোটার অযোগ্য বলে বিবেচিত হবে।
১০.০২.২০২৫ খ্রিঃ তারিখ সোমবার দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ। দুপুর ২.০০ ঘটিকার মধ্যে খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল এবং বিকাল ৪.০০ ঘটিকায় আপত্তি পত্রের শুনানী ও বিকাল ৪.৩০ ঘটিকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১.০২.২০২৫ খ্রিঃ তারিখ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও গ্রহন। বিকেল ৩.০০ ঘটিকায় মনোনয়ন পত্র বাছাই ও বিকাল ৪.০০ ঘটিকায় বৈধ প্রার্থীগণের তালিকা প্রকাশ। ১৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুর ১.০০ ঘটিকার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং বিকাল ৩.০০ ঘটিকায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১.০০ ঘটিকায় প্রতিদ্বন্দী প্রার্থীগনের পরিচিতি ( Projection) সভা।
২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বর্তমানে জেলা আইনজীবী সমিতিতে ৫৬৭ জন সদস্য রয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মোহসীন উদ্দীন-২।
নির্বাচন কমিশনে অপর দুই জন সদস্য হলেন এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ও এ্যাডভোকেট আ.ত.ম বদিউজ্জামান।