জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী শিক্ষার্থীদের নবীন বরণ, শিরাবরণ ও প্রতীক ধারন অনুঠান- ২০২৪ অনিষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা এর সভাপতিত্বে ও মাহিমা আফরোজ রিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী শিক্ষার্থীদের নবীন ৭০ জন ও বিদায়ী ৫০ জন শিক্ষার্থীদের শিরাবরন ও প্রতীক পড়িয়ে দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিডাব্লিউএফ এন্ড জহির মেহেরুন নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক ও মৌকরন বিএলপি ডিগ্রী কলেজের অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, জহির মেহেরুন নার্সিং কলেজের অধ্যক্ষ খন্দকার আরিফ হোসেন। অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক হোসনেয়ারা বেগম, জহির মেহেরুন নার্সিং কলেজের উপাধ্যক্ষ কাজল রানী কর্মকার, নার্সিং সুপারভাইজার পিয়ারা বেগম ও জেলা পাবলিক হেলথ নার্স জেসমিন আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নার্সিং পেশা একটি সেবাধর্মী মহৎ ও ঝুঁকিপূর্ন কর্মযজ্ঞ। প্রশাসনিক সেবা বিলম্ব হলে কোন সমস্যা হয় না, কিন্তু মুমুর্ষূ রোগীকে যথাসময় সেবা দেয়া না হলে দুর্ঘটনার শঙ্কা থাকে। সরকারী নার্সিং ইনস্টিউটের পাশাপাশি বেসরকারী জহির মেহেরুন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে দক্ষ ও অভিজ্ঞ নার্স সৃষ্টিতে গুরত্বপুর্ন ভূমিকা পালন করবে বলে আশা করেন জেলা প্রশাসক আরেফীন।