পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার অন্যতম সমবায়ী ক্রেডিট সংগঠন জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পটুয়াখালীর সাফল্যের ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় পৌর নিউমার্কেটস্থ জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর অফিস চত্বরে ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আঃ সালাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাসের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিয়নের ব্যবস্থাপক গৌতম দেবনাথ। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আঃ মান্নান লোটাস, সংগঠনের লিগ্যাল এডভাইজার কালা চাঁন সাহা, কালব পটুয়াখালী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসের পরিদর্শক সুশান্ত চন্দ্র দাস, ক্রেডিট ইউনিয়নের পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি সুভাষ দত্ত, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, ক্লাস্টার সেক্রেটারী মো. বশির হোসেন এবং সদস্য লক্ষন দেবনাথ।
সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে উপস্থাপক গৌতম দেবনাথ জানান, জন কল্যান ক্রেডিট ইউনিয়ন লিঃ সংগঠনে ২৩ কোটি ৪৫ লক্ষ ৩০ হাজার ২৫২.৮ টাকা মূলধন রয়েছে। এ পর্যন্ত ১১২ জন সদস্যকে ২ কোটি ৪৯ লক্ষ ৮১ হাজার টাকা লোন দেয়া হয়েছে। এ সংস্থায় ১,২৯১ জন সদস্যের মধ্যে নারী সদস্য রয়েছে ৫৩৭ জন।