পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে তিন শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
রবিবার (২১ জানুয়ারী) রাতে চেম্বার মিলনায়তনে চেম্বারের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্ব দি-ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইনৃডাস্ট্রি (এফবিসিসআই) প্রদত্ত ৩ শতাধিক কম্বল শীতার্ত অসহায় দরিদ্রদের মাঝে অতিথি হিসেবে বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কেএম খায়রুল আহসান খায়ের, উপ- দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, চেম্বারের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মনির খানসহ চেম্বারের পরিচালকবৃন্দ।