জালাল আহমেদঃ টেংরাখালী হযরত পীর ছাহেব কেবলা (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত পটুয়াখালী ওয়াজিয়া কামিল মাদরাসা ও খানকায়ে সিদ্দিকীয়া দরবার শরীফের আয়োজনে চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে ২৮ ও ২৯ জানুয়ারী রবি ও সোমবার দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করবেন ফুরফুরা শরীফের গদৃদীনশীন পীর ছাহেব আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিী আল কুরাইশী। আরো ওয়াজ করবেন উজিরপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ও উজিরপু জমইয়াতে হিযবুল্লাহ সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা নূরুল হক আযহারী, ছারছিনা দরবার শরীফের জামেয়া নেছারিয়া দ্বীনিয়া মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মুফতী মুহিব্বুল্লাহ আল- মুঈন, পাঙ্গাশিয়া দরবার শরীফের আলহাজ্ব হযরত মাওলানা আতাউল্লাহ বোখারী।
সভাপতিত্ব করবেন টেংরাখালী দরবার শরীফের ছোট ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মো. ফজলুল হক।
উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবী হাসিল করার জন্য আরজগুজার করেছেন টেংরাখালী দরবার শরীফের ছাহেবজাদা আলহাজ্ব মাওলানা শাহ মোঃ নেছারুল হক ও বড় ছাহেবজাদা আলহাজ্ব মাওলানা শাহ মোঃ নিজামুল হক।