পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদকে ফুলেল শিভেচ্ছা জানিয়েছে গণপূর্ত বিভাগের ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে গণপূর্ত অফিসে নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদকেসহ অন্যান্য কর্মকর্তাক ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সদ্য নবগঠিত গণপূর্ত বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি ও দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মো. মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক খায়েরুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. তন্ময় ইসলাম শাওন ও দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সুমন। এ সময় অন্যান্য ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোখলেছ গাজী, মো. শামিম মৃধা, মো. তোফাজ্জেল মৃধা, মো. জামাল বিশ্বাস প্রমুখ ও উপদেষ্ঠা ঠিকাদারবৃন্দ।