পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ভূমি অধিগ্রহন শাখায় এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার (১০ জানুয়ারী) দুপুরে পটুয়াখালী জেলা ভূমি অধিগ্রহন শাখায় দালালী করতে এসে শাখায় দায়িত্বরত কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ এর হাতে ধরা পরলেন সবুজবাগ নিবাসী মো. রায়হানুল ইসলাম (৩০)।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ধৃত দালাল রায়হানুলকে ১৮৬০ সালের ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ ভ্রাম্যমান আদালত।
প্রকাশ, পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম পটুয়াখালী এলএ শাখা দালাল মুক্ত করার লক্ষ্যে সিনিয়র সহকারী কমিশনার শাহিন মাহমুদকে এলএ শাখায় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেন।