জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. এছাহাক মোল্লা এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও মো. নিজাম উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. আলম তালুকদার, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন রিপন ও সভাপতি পদে পরাজিত প্রার্থী দিলিপ দাস।
নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি মো. এছাহাক মোল্লা। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মো. আতাউর রহমান বজলু, সাধারণ সম্পাদক মো. আলম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ খান, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন রিপন, দপ্তর সম্পাদক মো. আরিফ খান, প্রচার সম্পাদক মো. শাহাজাদা গাজী মোস্তফা, কার্যনির্বাহী সদস্য মো. শাহীন আকন ও মীর কামাল আহম্মেদ।