1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর ৪ টি আসনের ১ টিতে জাপা ও ৩টিতে আ’লীগের জয়

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৬২ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনের একটিতে জাতীয় পার্টি ও ৩ টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম আনুষ্ঠানিকভাবে জেলার চারটি আসনের নির্বাচনের ভোট গ্রহনের ফলাফল ঘোষনা করেন।

জেলা রিটানিং অফিসারের ঘোষনা মোতাবেক জানা গেছে, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল মার্কা) ৮০,৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন তালুকদার (ডাব মার্কা) পেয়েছেন ২৭, ৮৯২ ভোট।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. স. ম ফিরোজ (নৌকা মার্কা) ১,২৪,২৯২ ভোট পেয়ে ৮ম বার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মহসীন হাওলাদার (লাঙ্গল মার্কা) পেয়েছেন মাত্র ২,৯৫১ ভোট।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা (নৌকা মার্কা) ৮৯,১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মো. আবুল হোসেন (ঈগল মার্কা) পেয়েছেন ৪৮,৫০৮ ভোট।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মুহিব (নৌকা মার্কা) ৬০,৮৫৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার (ঈগল মার্কা) পেয়েছেন ৪৮, ৫৭৬ ভোট।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, বিজিবি’র লেঃ কর্নেল মিজানুর রহমান, সুবেদার মো. শাহাদাতসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা রিটানিং অফিসার জানান, পটুয়াখালীতে গড়ে ৩৫.৮৫ পার্সেন্ট ভোটার ভোট প্রদান করেছেন। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া ভোটকেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের উপর হামলার বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বললেন রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট