1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

পটুয়াখালীর ৩টি উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা; প্রতিটিতেই নূতন মুখ

জালাল আহমেদঃ
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

জালাল আহমেদঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায় পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হয়েছে। এ তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে তিনজনই নতুন মুখ বিজয়ী হয়েছেন।

বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস মার্কার প্রার্থী মোসারেফ হোসেন খান। তিনি ভোট পেয়েছেন ৪২,৩২৫। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের প্রার্থী আঃ মোতালেব হাওলাদার পেয়েছেন ৩০,১০১ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫০,৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক প্রার্থী মো. আনিচুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী তালা মার্কা প্রার্থী মোঃ মাহমুদ রাহাত পেয়েছেন ৩৭,৭১৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী মোসাঃ মরিয়ম বেগম ৫০,৩৭১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী প্রজাপতি প্রতীক প্রার্থী ঝরনা বেগম পেয়েছেন ৩৮,৮৫২ ভোট। এ উপজেলায় ২,৯৭,৬০৭ ভোটারের মধ্যে ৯৪,৮৩২ ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ৪২১১ ভোট বাতিল হয়েছে।

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে ১২,১৪১ ভোটে নির্বাচিত হয়েছেন টেলিফোন মার্কার প্রার্থী মোঃ ইকবাল হোসেন। তার নিকট প্রতিদ্বন্দী মোটর সাইকেল মার্কার প্রার্থী মো. বশির উদ্দিন পেয়েছেন ১০,৪৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়াম্যান পদে ২১,১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক প্রার্থী মো. তমিজ উদ্দিন। তার নিকট প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ১৪,৪০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক প্রার্থী সামসুন্নাহার ডলি। তিনি ভোট পেয়েছেন ৩৩,০৪৩। তার নিকট প্রতিদ্বন্দী কলস প্রতীকের প্রার্থী মনিরা বেগম পেয়েছেন ১২,৮১২ ভোট। এ উপজেলায় ৪৫,৮২৮ ভোটারের ৪৭,৪১৬ টি প্রদত্ত ভোটের ১৫৮৮ ভোট বাতিল হয়েছে।

গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ওয়ানা মার্জিয়া (নিতু) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪৫,১৯৪ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহম্মদ সাহিন (ঘোড়া) পেয়েছেন ৩০,১৪৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ নিয়ে নির্বাচিত হয়েছেন ফরিদ আহসান কচিন। তিনি ভোট পেয়েছেন ৪১,৮৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রিফাত হাসান সজিব (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৫,৭৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল নিয়ে ৩১,৮০৭ ভোটে নির্বাচিত হয়েছেন তহমিনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দী হেলেনা বেগম কলস প্রতীক পেয়েছেন ৩১,৩৩৩ ভোট। এ উপজেলায় ২,৪১,৮৭৩ টি ভোটারের মধ্যে প্রদত্ত ৭৫,৩৪৩ ভোটের ১৬৩৯ টি বাতিল হয়েছে বলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন।

বিজয়ী ঘোষিত হওয়ার সাথে সাথে প্রত্যেক বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট