জালাল আহমেদ, পটুয়াখালীঃ জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) মেসার্স পায়রা ফুড ইন্ডাস্ট্রি ও মেসার্স পটুয়াখালী এগ্রো বেইজড নামক দুটি কারখানার যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মেসার্স পায়রা ফুড ইন্ডাস্ট্রি ও মেসার্স পটুয়াখালী এগ্রো বেইজড নামক দুটি কারখানার উদ্বোধন করেন বিসিক পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প নগরী কর্মকর্তা মো. আল আমিন, বিসিক কর্মকর্তা মো. খায়রুল বশার, পূবালী ব্যাংক লিঃ পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক মো. আরিফুর রহমান খান, জেলা শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাছুম বিশ্বাস, কারখানা দুটির প্রতিনিধি কাজী হারুন অর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের আগে মেসার্স পায়রা ফুড ইন্ডাস্টিতে দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শিল্প নগরীর মসজিদের ইমাম মাওলানা মো. রেজাউল করিম।